Aboute BBNSC
শিক্ষা প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয়। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। শিক্ষিত ও মানবীয় মূল্যবোধ সম্পন্ন নাগরিক গড়ার আবিরাম লক্ষ্যে যে সমস্ত বিদ্যাপীঠ নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের মধ্যে বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ অন্যতম। সুন্দর ব্যবস্থাপনায় মৌলিক সাংগঠনিক,সুদক্ষ পরিচালনায় , একাডেমীক সাফল্যে এবং সহপাঠ কার্যক্রমে ইতোমধ্যে অত্র প্রতিষ্ঠানটি একটি গৌরবময় ও উজ্জ্বল স্থান দখল করে আছে । ঢাকা মহানগরীর প্রাণকেন্দ্রে বনানীর অভিজাত এলাকায় সাড়ে আট বিঘা জমির উপর অবস্থান করছে অত্র প্রতিষ্ঠানটি । অত্র প্রতিষ্ঠানটির দু’টি শাখা স্কুল ও কলেজ। স্কুল শাখায় দু’টি শিফট রয়েছে প্রভাতী ও দিবা শাখা। অল্প সময়ে এটি বাংলাদেশ এর শীর্ষ স্থানীয় বিদ্যালয় গুলোর মধ্যে জায়গা করে নিয়েছে । ১৯৭২ সালের ৩১ জানুয়ারি বনানী বিদ্যানিকেতন স্কুল হিসেবে এ প্রতিষ্ঠান যাত্রা শুরু করে । ২০১৩ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠানে কলেজ শাখা খোলা হয় এবং ২০১৪ সালে প্রতিষ্ঠানের স্কুল শাখায় ইংলিশ ভার্সন খোলা হয়। প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শাখায় ১৩৬ জন্য অভিজ্ঞ শিক্ষকমন্ডলী রয়েছে।
26 Feb, 2021