Banani Bidyaniketan school and college

Principal

Principal(Acting)

অধ্যক্ষের বাণী

রাজধানীর অভিজাত আবাসিক এলাকা বনানীতে অবস্থিত বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ২০০১ সালে দেশের শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করেছে। এই প্রতিষ্ঠান থেকে পাশ করে অনেক বরেন্য ব্যক্তিবর্গ দেশ বিদেশে উচ্চপদে কর্মরত থেকে দেশ ও মানবতার কল্যাণে নিয়োজিত রয়েছেন। ন্যাশনাল কারিকুলামে বাংলা মাধ্যমে পাঠদানের সাথে সাথে ২০১৩ সালে প্রতিষ্ঠানটি ন্যাশনাল কারিকুলামে প্রথম থেকে দশম শ্রেনি পর্যন্ত ইংলিশ ভার্সনে পাঠদানের উদ্যোগ এ প্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম স¤প্রসারনের আর এক নতুন মাত্রা। বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সনে দক্ষ ও অভিজ্ঞ ১৩০ জন শিক্ষক শিক্ষিকা, ৮ জন অফিস স্টাফ ও ৩৫ জন সাপোর্টিং ষ্টাফদের আন্তরিকতা ও নিষ্ঠায় প্রতিদিন এই প্রতিষ্ঠানের সবুজ শ্যামল ছায়া সুনিবিড় ক্যাম্পাস মুখরিত হয় ৫,০০০ (পাঁচ হাজার) শিক্ষার্থীদের পদচারনায়।

২০১৩ সালে এই প্রতিষ্ঠানটির অগ্র যাত্রায় আরেক সময়োপযোগী পদক্ষেপ একাদশ ও দ্বাদশ শ্রেনি সংযুক্ত করা। বিগত ১০ বছরে প্রতিষ্ঠানটির কলেজ শাখা এখন অনেক সমৃদ্ধ। বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইংলিশ ভার্সনের (বিজ্ঞান শাখায়) প্রতিষ্ঠানটির পাঠদানকারি কলেজ শাখার সকল শিক্ষকগণ এমপিও ভুক্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কলেজ শাখার মানবিক ও বিজ্ঞান শাখায় ইংলিশ ভার্সন চালু হায়।  প্রতিষ্ঠানটির গৌরবোজ্জ্বল অতীতের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার প্রয়াস হিসেবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার মানোন্নয়নে ও শৃঙ্খলা রক্ষার্থে ব্যাপক পরিকল্পনা ও তা বাস্তবায়নের দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠানের নিয়মিত গভর্নিং বডির  সম্মানিত  সভাপতি এবং সকল সদস্যবৃন্দের সঠিক নির্দেশনায় সম্মানিত অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারীদের সম্মিলিত  প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আগামী দিনে রাজধানী ঢাকার এক অনন্য বিদ্যাপিঠ হিসেবে মর্যাদা লাভের প্রত্যাশায় নিরলসভাবে এগিয়ে চলছে।

 অধ্যক্ষ 

বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ,বনানী,ঢাকা।

ড. মোঃ মসিউর রহমান(অধ্যক্ষ)

Total Views : 6981